ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের পাশে আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
পাকিস্তানের পাশে আইসিসি ছবি: সংগৃহীত

সব ঠিক থাকলে বছরের শেষদিকে বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে আইসিসির বার্ষিক সভায় এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন দেওয়া হয়।

এক বিবৃতিতে বিষয়টি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তান একাদশের বিপক্ষে ম্যাচ আয়োজনের অগ্রগতির জন্য উত্থাপিত প্রস্তাবে সমর্থন দিতে রাজি আইসিসি।

পরবর্তীতে আরও বিস্তারিত ঘোষণা করা হবে।

২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর এখন পর্যন্ত আন্তর্জাতিক টিমগুলোর মধ্যে জিম্বাবুয়ে ও আফগানিস্তান পাকিস্তান সফর করেছে। ২০১৫ সালে জিম্বাবুয়ে সিরিজে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে দু’জন নিহত হন।

এরপর চলতি বছরের মার্চে সফলভাবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন করেছে পিসিবি। যেখানে বিদেশি খেলোয়াড়রাও অংশ নেন। লাহোরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৫ মার্চের ফাইনাল সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ২৪ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।