ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজে ২-০তে এগিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
সিরিজে ২-০তে এগিয়ে গেল ভারত ছবি:সংগৃহীত

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-০তে লিড নিল ভারত। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ২৫১ রান করার পর ক্যারিবীয়দের ইনিংস ১৫৮ রানে শেষ হয়।

অ্যান্টিগায় জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারতীয় স্পিনারদের তোপে ভেঙে পড়ে স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ ৪০ রান করেন জেসন মোহাম্মদ।

তিন উইকেট করে দখল করেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদিপ যাদব। অভিষেকের পর টানা দুই ম্যাচে তিন উইকেট করে পেলেন কুলদিপ।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আজিঙ্কে রাহানে ও মাহেন্দ্র সিং ধোনির হাফসেঞ্চুরিতে ২৫১ রানের মাঝারিমানের স্কোর গড়ে ভারত। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া রাহানে এদিন ৭২ রান করেন। এছাড়া ৭৯ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন ধোনি। ম্যাচ সেরাও হন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।