ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে হেলসের ১৮৭-তে বৃথ‍া স্টোনম্যানের ১৪৪

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
ফাইনালে হেলসের ১৮৭-তে বৃথ‍া স্টোনম্যানের ১৪৪ ছবি: সংগৃহীত

টানা তিনবার শিরোপার এতো কাছে এসেও স্বপ্নভঙ্গের হতাশায় ডুবলো কুমার সাঙ্গাকারার সারে। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ফাইনালে অ্যালেক্স হেলসের অপরাজিত ১৮৭ রানের বিস্ফোরক ইনিংসে বৃথাই গেল মার্ক স্টোনম্যানের ১৪৪ রানের অপরাজিত ইনিংস।

সারের দেয়া ২৯৮ রানের লক্ষ্যটা ১৩ ‍বল ও ৪ উইকেট হাতে রেখে শিরোপা উল্লাসে মাতে নটিংহ্যামশায়ার। চমৎকার ব্যাটিং নৈপুণ্যে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ম্যাচ সেরা হেলস।

তার ১৬৭ বলে সাজানো ইনিংসটিতে ছিল ২০টি চার ও ৪টি ছক্কার মার। অধিনায়ক ক্রিস রিড করেন ৫৮।

ছবি: সংগৃহীতএর আগে লর্ডসে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে সারে। স্টোনম্যানের দুর্দান্ত ব্যাটিংয়েও অন্যদের ব্যর্থতায় আরও বড় স্কোর গড়া হয়নি। ফর্মে থাকা শ্রীলঙ্কান আইকন সাঙ্গাকারার ব্যাট থেকে আসে ৩০। ১৪৯ বল মোকাবেলায় ১২টি চারের সাহায্যে ১৪৪ রানে অপরাজিত থাকেন স্টোনম্যান।

ছবি: সংগৃহীতপ্রসঙ্গত, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ‍টুর্নামেন্টের ২০১৫ আসরে গ্লৌচেস্টারশায়ারের কাছে মাত্র ৬ রানে হেরে যায় সারে। গতবার আবারও ফাইনালে স্বপ্নভঙ্গ হয়। প্রতিপক্ষ ছিল ওয়ারউইকশায়ার। এবার তাদের অপেক্ষা বাড়ালো নটিংহ্যামশায়ার।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ২ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।