ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলা হচ্ছে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলা হচ্ছে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলতি বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ। ফলে ওই মাসেই ভারতের মাটিতে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও স্বাগতিক দলটিকে নিয়ে প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজে ইতিবাচক সাড়া দিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুধুমাত্র সিরিজের সময় বদলালেই লাল-সবুজের দলের ভারতে গিয়ে খেলা সম্ভব হবে বলে সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার (২ জুলাই) এ প্রসঙ্গে বিসিবি’র এই অভিভাবক বলেন, ‘এটা নিয়ে একটা প্রস্তাব এসেছে আমাদের কাছে।

কোনোভাবেই আমরা মেলাতে পারছি না। ৩০ অক্টোবর আমাদের দল দক্ষিণ আফ্রিকা থেকে আসবে। কিন্ত তারা চাচ্ছে তার আগে খেলতে। এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের সবকিছুই চূড়ান্ত। এখানে পরিবর্তন আনার সুযোগ নেই। তারপর আমাদের বিপিএল শুরু হচ্ছে। সময় বের করা প্রায় অসম্ভব। এখন পর্যন্ত ধরে নিচ্ছি ত্রিদেশীয় সিরিজে খেলা সম্ভব না; তারা যদি তারিখে পরিবর্তন না আনে। ’

অক্টোবর মাসের ২৯ তারিখ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর। সেখান থেকে ফিরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত হয়ে পড়বে মাশরাফি, সাকিব, মুশফিকরা। এ বছরের ৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।