ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তবুও আশাবাদী যুবা কোচ ডেমিয়েন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
তবুও আশাবাদী যুবা কোচ ডেমিয়েন ডেমিয়েন রাইট

২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। যেখানে অংশ নেবে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরু হতে সব মিলিয়ে সাকুল্যে সময় আছে ৮ মাস। কিন্তু যুবাদের বৈশ্বিক এই আসরকে সামনে রেখে এখনও ততটা তৎপর দেখা যাচ্ছে না কোচ ও টিম ম্যানেজমেন্টকে।

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা যেখানে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে সেখানে বাংলাদেশ এখনও একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারেনি। তাই টুর্নামেন্টে ভালো কিছু করার সম্ভাবনা দলটির জন্য আপাতদৃষ্টিতে দুরহই মনে হচ্ছে।

তবে আশার কথা হলো, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ডেমিয়েন রাইট এভাবে ভাবতে চাইছেন না। তার ভাষ্যমতে ৮ মাস দীর্ঘ সময়। এর মধ্যে দল বেশ ভালো প্রস্তুতিই নিতে পারবে।
 
সোমবার (৩ জুলাই) মিরপুরে তিনি গণমাধ্যমকে জানান, ‘টুর্নামেন্ট শুরু হতে এখনও ৮ মাস বাকি। এই মুহূর্তে আমাদের ২৪ সদস্যের বড় একটি স্কোয়াড আছে। যাদের নিয়ে আমরা নিজেদের মধ্যেই মানসম্পন্ন প্রস্তুতি ম্যাচের আয়োজন করতে পারবো। তাছাড়া হাই পারফরমেন্স দল দেশে ফেরার পরও তাদের বিপক্ষে আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পারব। ’

এ সময় রাইটের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপকে সামনে রেখে তার পরিকল্পনা কী?  জবাবে এই টাইগার যুবা কোচ বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে আমাদের পরিকল্পনার মধ্যে যা আছে সেটা হলো; আমরা কিছু প্রস্তুতি ম্যাচ খেলব। তাছাড়া ক্যাম্প শুরু হলে প্লেয়ারদের কিছু স্ক্রিনিং ও শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবো। আর হ্যাঁ, কঠোর পরিশ্রমের বিষয়টিতো আছেই। ’

উল্লেখ্য ২০১৮ সালের ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৩ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।