ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে হারানোর ম্যাচে উইন্ডিজদের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ভারতকে হারানোর ম্যাচে উইন্ডিজদের জরিমানা ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে জয়ের ম্যাচে জরিমানা গুনতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। স্লো ওভার রেটের কারণে ক্যারিবীয়ানদের জরিমানা করা হয়েছে।

ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় ম্যাচ রেফারি ডেভিড বুন অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে ম্যাচ ফির ২০ শতাংশ ও অন্য ক্রিকেটারদের ১০ শতাংশ জরিমানা করেন।

অধিনায়ক ব্র্যাথওয়েট দোষ স্বীকার করায় এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

ওয়ানডে সিরিজ (৩-১) জিতলেও একমাত্র টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেরে ওঠেনি ভারত। বলা চলে, এক এভিন লুইসের কাছেই হেরে গেছে বিরাট কোহলির দল। ক্যারিবীয় ওপেনারের বিধ্বংসী সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখেই ১৯১ রানের টার্গেট টপকে যায় স্বাগতিকরা।

ক্রিস গেইল ১৮ রান করে আউট হয়ে যান। তার ফেরার ম্যাচে পুরো আলোটা কেড়ে নেন লুইস। গেইলেরই একটি মর্যাদাপূর্ণ রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ও. ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসের কীর্তি গড়েন। আগের সর্বোচ্চ ১১৭। লুইসের ৬২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসে ছিল ৬টি চার ও ১২টি ছক্কার মার। তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দু’টি সেঞ্চুরির ক্লাবে নাম লিখিয়েছেন। স্পর্শ করেন গেইল ও ব্রেন্ডন ম্যাককালামকে। দু’টিই আবার ভারতের বিপক্ষে।

এর আগে ওপেনিংয়ে নেমে কোহলি ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। রানআউট হওয়ার আগে ১২ বলে ২৩ রান করেন শিখর ধাওয়ান। উদীয়মান রিশাভ প্যান্ট ৩৮, দিনেশ কার্তিক ৪৮ রান রান করে বিদায় নেন। রবিন্দ্র জাদেজা ১৩ ও রবিচন্দ্রন অশ্বিন ১১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেট হারিয়ে ১৯০ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।