ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের প্রধান কোচ শাস্ত্রী, সঙ্গে দ্রাবিড়-জহির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
ভারতের প্রধান কোচ শাস্ত্রী, সঙ্গে দ্রাবিড়-জহির রবি শাস্ত্রি, রাহুল দ্রাবিড় ও জহির খান

বিরাট কোহলিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন রবি শাস্ত্রী। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতের দায়িত্ব থাকছে সাবেক এই অলরাউন্ডারের কাঁধে।

অনেক জল ঘোলা করে মঙ্গলবার (১১ জুলাই) রাতে দেশটির ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীর নাম জানিয়েছে। এতে ব্যাটিং কোচ/উপদেষ্টা (বিদেশের সিরিজগুলোর জন্য) হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড় ও বোলিং কোচ জহির খান।

নতুন কোচদের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কায়, প্রথম টেস্ট ২৬ জুলাই।

বোর্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সিকে খান্না নতুন কোচদের নাম ঘোষণা করেন। সাবেক অলরাউন্ডার শাস্ত্রী স্থলাভিষিক্ত হলেন অনিল কুম্বলের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন কিংবদন্তি এই লেগ স্পিনার। মূলত অধিনায়ক কোহলির সঙ্গে ঝামেলায় তাকে সরে যেতে হয়।

২০১৪ সালের অগাস্ট থেকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দুই বছরের জন্য ভারত দলের পরিচালক হিসেবে কাজ করেন শাস্ত্রী। তিনি সে দায়িত্ব পাওয়ার সময়ে প্রধান কোচ ছিলেন ডানকান ফ্লেচার। ২০১৫ সালে তার মেয়াদ শেষ হলে আর সেসময়ে নতুন কোচ নেয়নি টিম ইন্ডিয়া।

গত বছর কোচ হওয়ার দৌড়ে কুম্বলের কাছে হেরে যান শাস্ত্রী। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড আবার কোচের সন্ধানে বিজ্ঞাপন দিলেও শাস্ত্রী শুরুতে আবেদন করেননি। তবে কুম্বলের পদত্যাগের পর আবেদনের সময় বাড়ানো হলে আবেদন জমা পড়ে তার।

দেশটির ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাস্ত্রী ১১ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে খেলেছেন।

৩৮ বছর বয়সী জহির ৯২টি টেস্ট, ২০০টি ওয়ানডে আর ১৭টি টি-টোয়েন্টি খেলেন। ২০১১ বিশ্বকাপ জয়ে বাঁহাতি এই পেসার রাখেন গুরুত্বপূর্ণ অবদান। তবে কোচিংয়ের কোনো অভিজ্ঞতা নেই তার; দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে এই বছরও খেলেছেন আইপিএলে।  

গত ৩০ জুন আরও দুই বছরের জন্য ভারত ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পান রাহুল। এরপরই দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এখন কোহলিদের বিদেশ সফরের সময় জাতীয় দলের হয়ে পালন করবেন অতিরিক্ত দায়িত্ব।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।