ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইকন মাশরাফিকে পেয়ে আমরা আনন্দিত: সাফওয়ান সোবহান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আইকন মাশরাফিকে পেয়ে আমরা আনন্দিত: সাফওয়ান সোবহান ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবার তরী ভিড়িয়েছেন রংপুর রাইডার্সে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিপিএল দল রংপুরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করলেন মাশরাফি।

গত মে মাসে আনুষ্ঠানিকভাবে রংপুর রাইডার্সের মালিকানা নিজেদের করে নেয় দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

গত শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় মাশরাফির সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স।

রোববার (২৩ জুলাই) হয়ে গেল বাকি আনুষ্ঠানিকতা।  
ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমমাশরাফির চুক্তি সাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। রংপুর রাইডার্স দলটির পরিচালনায় রয়েছে সোহানা স্পোর্টস লিমিটেড। সাফওয়ান সোবহান সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। এছাড়া, আরও উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক, দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম, ম্যানেজার ড: আনোয়ারুল ইকবাল এবং দলের নতুন অধিনায়ক মাশরাফি।

অনুষ্ঠানে সকলের মধ্যমনি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তার বক্তব্যে জানান, ‘আমরা প্রথমবারের মতো বিপিএলের আসরে অংশ নিচ্ছি। আমাদের গ্রুপ সব কিছুতেই এগিয়ে যেতে চায়। তেমনি বিপিএলের দল রংপুরকে নিয়েও আমরা এগিয়ে যেতে চাই। মাশরাফির মতো আইকন ক্রিকেটারকে পেয়ে আমরা আনন্দিত। সে সত্যিকারের একজন গেম চেঞ্জার। আমি আশাবাদী মাশরাফি আমাদের এই দলকে ভালো কিছুই উপহার দেবে। ’ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমবিপিএলের সবশেষ দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। তার অধীনে ২০১৫ সালের বিপিএলের তৃতীয় আসরের শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। যদিও পরের আসরে সেটা সম্ভব হয়নি। তবে, মাশরাফির প্রতি দারুণ আত্মবিশ্বাসী দলের সিইও ইশতিয়াক সাদেক, ‘এবার আমাদের দলে মাশরাফির মতো ক্রিকেটারকে পেয়েছি। আমি তাকে বলতে চাই লাকি চার্ম। রংপুরকে সে এগিয়ে নেবেই। আমরা এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি। দল ভালো কিছু করবেই। ’

দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের সুরেও একই প্রত্যয়, ‘রংপুরের টিম ম্যানেজমেন্ট দারুণ। আমাকে মেন্টর হিসেবে নির্বাচন করেছেন বলে তাদের ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস মাশরাফি চমৎকার দল গড়বে। সে এমন এক ক্রিকেটার যে দলই পাক না কেন এগিয়ে যাবার ক্ষমতা রাখে। মাশরাফির মতো রংপুরের দল নিয়ে আমরা সামনের দিকে তাকিয়ে আছি। ’ ম্যানেজার আনোয়ারুল ইকবাল জানান, ‘এবার আমরা বড় টিম পেয়েছি, ম্যানেজমেন্ট পেয়েছি। আমার কাছে মাশরাফি খেলোয়াড় হিসেবে যেমন দারুণ, তার থেকেও দারুণ মানুষ হিসেবে। সে শুধু বিপিএলের আইকন না, সে ক্রিকেটারদেরও আইকন। আমি জানি সে জীবন দিয়ে খেলে। রংপুরকে সে এগিয়ে নেবেই। ’

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমবসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তার বক্তব্যে আরও জানান, ‘দলের সবকিছু নির্ভর করবে ক্রিকেটারদের পারফর্মে। আমরা যারা আছি তারা কোনোরকম চাপ দেব না ক্রিকেটারদের। আমার বিশ্বাস মাশরাফি ভালো সিদ্ধান্ত নেবে। আমাদের কোচ থাকবেন, মেন্টর থাকবেন, ম্যানেজমেন্টের অন্য সবাই থাকবেন, মাশরাফির মতো তারাও ভালো সিদ্ধান্ত নেবেন বলে মনে করি। তাদের শতভাগ সাপোর্ট দেওয়া হবে, তাদের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। মাঠে ক্রিকেটারদের পারফর্ম ভালো হলে দল এগিয়ে যাবেই। আমার আশা থাকবে রংপুরের দলে যেই খেলুক না কেন তারা পূর্ণ পেশাদারী মনোভাব নিয়েই খেলবে। মাশরাফির উপর আমাদের পূর্ণ আস্থা আছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।