ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ভারতের মেয়েদের সামনে ছিল নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। তবে, স্বাগতিক ইংল্যান্ডের মেয়েরা তা হতে দেয়নি। শ্বাসরুদ্ধকর ম্যাচে নারী বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়েছে ইংলিশরা।

এ শিরোপা জেতার মধ্যদিয়ে ইংল্যান্ড চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।

লর্ডসে ফাইনালে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ২২৮ রান।

জবাবে, শ্রাবোসোলের বোলিং তোপে ভারতের ইনিংস থামে ২১৯ রানের মাথায়, ৪৮.৪ ওভারে।

ইংল্যান্ডের হয়ে ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন নাতালি। ৪৫ রান আসে সারা টেইলরের ব্যাট থেকে। ক্যাথেরিন করেন ৩৪ রান। আর ২৫ রানে অপরাজিত থাকেন জেনি গুন। ভারতের ঝুলন গোস্বামী তিনটি আর পুনম যাদব দুটি উইকেট তুলে নেন।

২২৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার পুনম রাউত ইনিংস সর্বোচ্চ ৮৬ রান করেন। দলপতি মিতালি রাজ করেন ১৭ রান। ৫১ রান করেন ইনফর্ম হারমানপ্রীত কাউর। ৩৫ রান আসে কৃষণামূর্তির ব্যাট থেকে।

ভারতের শেষ ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে শিরোপা পাইয়ে দেন শ্রাবোসোল। ৪৬ রান খরচায় তিনি তুলে নেন ভারতের ৬ ব্যাটারকে। শেষ স্পেলেই নেন ৫টি উইকেট।

এর আগে ছয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার নিয়ে চারবার হলো ইংল্যান্ড। একবার হয়েছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।