ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গল টেস্টে রাহুল শঙ্কায় ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
গল টেস্টে রাহুল শঙ্কায় ভারত লোকেশ রাহুল/ছবি: সংগৃহীত

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় ভারতের বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল। ভারত শিবির শঙ্কায় লোকেশ রাহুলকে নিয়ে। জ্বরে ভুগছেন এ প্রতিভাবান উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

কাঁধের সার্জারির কারণে চার মাস ধরে মাঠের বাইরে ১৭ টেস্টে ১২০০ রানের মালিক রাহুল। মিস করেন আইপিএল ও চ্যাম্পিয়নস ট্রফি।

স্বস্তির খবর, নিউমোনিয়া বা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। কিন্তু গল টেস্টের আগে নির্ধারিত সময়ের মধ্যে ফিট হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

সিরিজ শুরুর আগে ড্র হওয়া দু’দিনের প্রস্তুতি ম্যাচ (২১ ও ২২ জুলাই) দিয়ে ‍মাঠে ফেরেন ২৫ বছর বয়সী রাহুল। খেলেন ৫৮ বলে ৫৪ রানের ইনিংস। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হতে আর মাত্র একদিন বাকি। বুধবার (২৬) গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে।

ভারতীয় টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পান্ডে, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ।

প্রথম টেস্টের শ্রীলঙ্কা দল: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, আসিলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, মালিন্ডা পুষ্পকুমারা, নুয়ান প্রদীপ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।