ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাতিলের খাতায় শ্রীনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
বাতিলের খাতায় শ্রীনি ছবি:সংগৃহীত

এক এক করে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে এন শ্রীনিবাসনের। বিতর্কিত এই কর্তাব্যক্তির ভারতীয় বোর্ডে প্রভাব বিস্তার করার চেষ্টা ধাক্কা খেল সুপ্রিম কোর্টের নির্দেশে। ভারতের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছেন, বাতিল হয়ে যাওয়া কোনো ক্রিকেট বোর্ডকর্তা বা রাজ্য সংস্থার কর্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভায় (এসজিএম) অংশ নিতে পারবেন না।

আদালতের এই মন্তব্যের পরে একটা ব্যাপার পরিষ্কার। আগামী ২৬ তারিখ, ভারতীয় বোর্ডের এসজিএমে অংশ নিতে পারবেন না শ্রীনিবাসন, নিরঞ্জন শাহ-সহ বেশ কয়েক জন বাতিল হয়ে যাওয়া কর্তা।

লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, সত্তর বছরের ওপর বয়স হয়ে যাওয়া কেউ আর ভারতীয় ক্রিকেট বোর্ড বা রাজ্য সংস্থার কোনো পদে থাকতে পারবেন না। সেই মতো বাতিল হয়ে গিয়েছেন শ্রীনিবাসন, নিরঞ্জনরা।

এক সময়ের আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা শ্রীনি এখন কোনো কুলেই হাঁটতে পারছেন না। সেবার আইসিসির পদ থেকে সরার পর ভারতীয় ক্রিকেট বোর্ডেরও প্রেসিডেন্টের পদ ছাড়তে হয়। তার অধীনেই ক্রিকেটে তিন মোড়ল পদ্ধতি চালু হয়েছিল।

কিন্তু এমন প্রস্তাব মেনে নিতে পারেনি সাধারণ ক্রিকেট সমর্থক থেকে শুরু করে খোদ ভারতীয়রাও। পরবর্তীতে ভারতীয় বোর্ডের গভর্নিং বডিতে থাকলেও এখন হয়তো এই পদও হারাতে পারেন তিনি।

দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া শ্রীনির এক সময় আইপিএল ফিক্সিং নিয়েও সংশ্লিষ্ঠতা পাওয়া যায়। যেখানে তার জামাতা গুরুনাথ মায়াপন্নে চেন্নাই সুপার কিংসের হয়ে ফিক্সিংয়ে সরাসরি জড়িত ছিলেন। পরে ক্রিকেট থেকে নিষিদ্ধও হন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।