সিপিএলে পাঁচটি ম্যাচ খেলার জন্য আপাতত ১৫ আগস্ট পর্যন্ত ছুটি পেয়েছেন মিরাজ। কিন্তু অস্ট্রেলিয়া দল শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে যদি না আসে তবে খেলে আসবেন পুরো মৌসুমই।
ত্রিনবাগো নাইট রাইডার্সের অন্যতম মালিক আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খান। মিরাজের আশা, সিপিএলে তার দলের হয়ে ভালো করলে ডাক মিলতে পারে আইপিএলেও। সিপিএলের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে মিরাজ সতীর্থ হিসেবে পাবেন হাশিম আমলা, সুনীল নারাইন, ব্র্যান্ডন ম্যাককালাম, ডোয়েন ব্রাভোদের মতো তারকা ক্রিকেটারদের। এটিকেও সুযোগ মনে হচ্ছে মিরাজের কাছে, ‘বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নেওয়া, অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়া ভবিষ্যতে কাজে দেবে। সেখানে ভালো করলে যে কোনো জায়গাতেই সুযোগ হতে পারে। চেষ্টা থাকবে ওখানে ভালো কিছু করার। তাছাড়া, প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলব, আমার আন্তর্জাতিক ক্যারিয়ারও শুরুর দিকে, নিজেকে তাই সৌভাগ্যবান মনে করছি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ওখানে খেলেছি। কিন্তু এবার নতুন অভিজ্ঞতা হবে। ’
প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে দারুণ রোমাঞ্চিত মিরাজ, ‘জাতীয় দলে একটির বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়নি। ওয়েস্ট ইন্ডিজে তারকা খেলোয়াড়দের সঙ্গে খেলে মানিয়ে নিতে পারলে দারুণ সুযোগ তৈরি হবে আমার। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় ওখানে খেলে। ওদের বিপক্ষে আমি যখন খেলবো আমার মানসিক শক্তি অনেক বাড়বে। ’
অস্ট্রেলিয়ান চায়নাম্যান বোলার ব্র্যাড হগের বদলে ১৯ বছর বয়সী অলরাউন্ডার মিরাজকে দলে নিয়েছে ত্রিনবাগো। মিরাজ যোগ করেন, ‘সিপিএলের আসরে মূল লক্ষ্য থাকবে বোলিংটা ভালো করার। কেননা দলটি আমাকে একজন বোলার হিসেবেই নিয়েছে। তবে, যদি ব্যাটিং করার সুযোগ পাই তাহলে অবশ্যই চেষ্টা করবো ভালো করতে। হাশিম আমলা বর্তমানে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের একজন। ব্যাটিংয়ে তার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করব, পরামর্শ নেব। সুনীল নারাইন থাকবেন, তার কাছে থেকেও অনেক কিছু শিখে নেব। ’
সিপিএলে এবারের আসর শুরু হবে ৪ আগস্ট। উদ্বোধনী দিনেই মিরাজের দল খেলবে সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৭ জুলাই ২০১৭
এমআরপি