কিয়া ওভালে ইংল্যান্ড-দ.আফ্রিকা ও গলে শ্রীলঙ্কা-ভারত টেস্টের পর নতুন করে খেলোয়াড়দের র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে আরও উন্নতি হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, নুয়ান প্রদিপ, কেশব মাহারাজ, শিখর ধাওয়ান, ডিন এলগার, জনি বেয়ারস্টো, মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউজদের।
স্টোকস ব্যাটিংয়ে ১২ধাপ এগিয়ে ২৫তম অবস্থান নিশ্চিত করেছেন। ওভালে প্রথম ইনিংসে ১১২ রান করেছিলেন তিনি। আর বোলিংয়ে দুই ধাপ এগিয়ে ১৯তম স্থানে চলে এসেছেন। পাশাপাশি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ. আফ্রিকার ভারনন ফিল্যান্ডারকে পেছনে ফেলে পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছেন।
স্টোকসের সতীর্থ বেয়ারস্টো ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে শীর্ষ ১০-এ প্রবেশ করেছেন (নবম)। দুই ধাপ এগিয়ে ১১তম অ্যালিস্টার কুক। মঈন আলী হ্যাটট্রিক করে একধাপ এগিয়ে ১৮তম স্থানে এসেছেন।
প্রোটিয়া ওপেনার এলগার সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়ে ১৫তম অবস্থানে জায়গা পেয়েছেন। আর স্পিনার মাহারাজ চার ধাপ এগিয়ে ২২তম অবস্থানে। তবে ব্যাটিংয়ে খারাপ করায় কুইন্টন ডি কক দুই ধাপ পিছিয়ে অষ্টম ও হাশিম আমলা তিন ধাপ পিছিয়ে ১০ম স্থান নিশ্চিত করেছে।
এদিকে শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথকে পেছনে ফেলে বোলিং র্যাঙ্কিংয়ে দুই নম্বর স্থানে ফিরে এসেছেন ভারতের অশ্বিন। আর সেঞ্চুরি পাওয়া ধাওয়ান ২১ ধাপ এগিয়ে ৩৯তম। লঙ্কান ম্যাথিউজ দুই ধাপ এগিয়ে ১৭তম ব্যাটসম্যান। আর প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া প্রদিপ তিন ধাপ এগিয়ে ৩০তম।
সেরা ১০ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, আজহার আলী, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, জনি বেয়ারস্টো ও হাশিম আমলা।
সেরা ১০ বোলার: রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, জেমস অ্যান্ডারসন, জস হ্যাজেলউড, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, ভারনন ফিল্যান্ডার ও নেইল ওয়াগনার।
সেরা ৫ অলরাউন্ডার: সাকিব আল হাসান, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মঈন আলী ও বেন স্টোকস।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৭
এমএমএস