ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোখের ইনজুরিতে মোসাদ্দেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
চোখের ইনজুরিতে মোসাদ্দেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

হোম অব গ্রাউন্ড খ্যাত মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়া সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের ক্যাম্প করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঢাকায় অনুশীলন শেষে মুশফিক-সাব্বির-তামিম-মোস্তাফিজ-মাহমুদুল্লাহ রিয়াদরা নিজেদের আরও ভালো করে ঝালিয়ে নিতে চট্টগ্রামে অনুশীলন করবে।

প্রাথমিক ক্যাম্পে থাকা ক্রিকেটারদের মধ্যে সাকিব এবং মিরাজ ছাড়া বাকি সবাই গেলেও চট্টগ্রামে যাওয়া হচ্ছে না মোসাদ্দেক হোসেন সৈকতের। চোখের ইনজুরিতে তিনি চট্টগ্রাম পর্বে অংশ নিতে পারছেন না।

সাকিব ও মিরাজ ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন।

শুক্রবার (৪ আগস্ট থেকে) চট্টগ্রামে যাচ্ছে টাইগাররা। সপ্তাহখানেকের জন্য ক্যাম্প হবে বন্দর নগরী চট্টগ্রামে। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল। হোম কন্ডিশনের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। ১২ আগস্ট ঢাকায় ফিরে আসবে ক্রিকেটাররা।

চোখে আঘাত পাওয়ায় ৫-৬ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে মোসাদ্দেককে। মিরপুরে অনুশীলনের সময় চোখে ময়লাজাতীয় কিছু ঢুকেছিল তার। আপাতত কোনো বড় ধরনের সমস্যায় না পড়লেও চোখ থেকে অনবরত পানি ঝরছে বলে জানা যায়। জাতীয় দলে ঢাকায় না ফেরা পর্যন্ত বাসাতেই কাটাবেন তিনি।

চট্টগ্রামে অনুশীলনের পাশাপাশি টাইগাররা ৯ থেকে ১১ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। জাতীয় দল দুই ভাগে বিভক্ত হয়ে এইচপির বাছাইকৃত ক্রিকেটারদের সাথে নিয়ে ম্যাচটি খেলবে।

চট্টগ্রামের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে এই উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট খেলব আমরা। তাই সেখানে আরও বেশি অভ্যস্ত হওয়ার দরকার। হোম অ্যাডভান্টেজ আমাদের নিতে হবে। বিষয়টি মাথায় রেখে আমরা চট্টগ্রামে ক্যাম্প করছি। ঘরের মাঠের সুযোগ তো হাতছাড়া করা উচিত নয়। চট্টগ্রামের উইকেটের সঙ্গে মানিয়ে নেয়া ও কন্ডিশনের সঙ্গে আগেভাগে অভ্যস্ত হয়ে ওঠাই আমাদের লক্ষ্য। ’

নিজেদের সেরাটা দিতেই প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। এর আগেও ঢাকার বাইরে ঘাঁটি গেড়েছিল বাংলাদেশ। গত বছর নিজেদের মাটিতে এশিয়া কাপ আর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুলনায় ক্যাম্প করেছিল টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।