ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুকের ডাবলের পর অ্যান্ডারসন আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
কুকের ডাবলের পর অ্যান্ডারসন আঘাত ছবি:সংগৃহীত

নিজ ফর্মে ফিরলেন অ্যালিস্টার কুক। তার ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড ৫১৪ রানে ৮ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। দলের হয়ে এর আগে সেঞ্চুরি করে আউট হনে অধিনায়ক জো রুট। জবাবে দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়রা ১ উইকেট হারিয়ে ৪৪ রান করে। তবে এখনও তারা ৪৭০ রানে পিছিয়ে আছে।

বার্মিংহামে পাহাড়সম রানের জবাবে খেলতে নেমে শূন্য রানেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জেমস অ্যান্ডারসনের বলে কোনো রান না করেই বিদায় নেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট।

তবে কাইরন পাওয়েল ও কাইল হোপ যথাক্রমে ১৮ ও ২৫ রানে অপরাজিত আছেন।

এর আগে ৩ উইকেট হারিয়ে ৩৪৮ রানে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড দ্বিতীয় দিনে আরও ১৬৬ রান যোগ করে। ১৫৩ রানে অপরাজিত থাকা ওপেনার কুক ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি করে ২৪৩ রানে রোস্টন চেজের বলে আউট হন। তিনি ৪০৭ বলে ৩৩ চারের সাহায্যে নিজের ইনিংসটি সাজান। তাকে দারুণ সঙ্গ দেওয়া ডেভিড মালানের ব্যাট থেকে আসে ৬৫ রান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট পান চেজ। আর কেমার রোচ দুটি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ১৯ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।