ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের ভিসা চাওয়ায় ইমরান তাহিরকে অপমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
পাকিস্তানের ভিসা চাওয়ায় ইমরান তাহিরকে অপমান ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের বার্মিংহ্যামে পাকিস্তান দূতাবাসে অপমানিত হলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। বিশ্ব একাদশের হয়ে খেলার জন্য পাকিস্তানের ভিসার জন্য সেখানে গিয়েছিলেন তিনি। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইনডিপেন্ডেন্স কাপে মুখোমুখি হবে বিশ্ব একাদশ বনাম পাকিস্তান।

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পরিকল্পনা হাতে নিয়েছে আইসিসি। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধই।

কোনো দলই সেখানে খেলতে যেতে নারাজ। যে কারণে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি পাকিস্তানে ক্রিকেট ফেরাতে বিশ্ব একাদশকে সেখানে পাঠানোর পদক্ষেপ নেয়।

বিশ্ব একাদশ দলে খেলবেন প্রোটিয়া তারকা তাহির। যদিও তিনি পাকিস্তান বংশোদ্ভুত। কিন্তু খেলেন দ. আফ্রিকা দলে। বিশ্ব একাদশের ১৪ জনের দলে রয়েছেন তিনি। দূতাবাসে তাকে ৫ ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং খারাপ ব্যবহারও করা হয়। এরপর টুইটারে নিজের ক্ষোভ জানান তিনি। লিখেন, ‘আমি বিশ্ব একাদশের হয়ে খেলার জন্য পাকিস্তান দূতাবাসের কাছে গিয়েছিলাম ভিসা চাইতে। কিন্তু সেখানে আমাকে ও আমার পরিবারকে অপমানিত করা হয়। ’ 

পুরো ঘটনা জানিয়ে টুইট করেন তাহির। তার টুইটের জবাবে দূতাবাসের তরফ থেকে অবশ্য তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।