ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে স্বস্তিতে স্মিথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
অবশেষে স্বস্তিতে স্মিথ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: গত সপ্তাহে মিরপুরের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের কাছে ২০ রানে হারায় হতাশা ভর করেছিল অস্ট্রেলিয়া শিবিরে। তবে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ এ সমতা এনে এখন স্বস্তিতে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

আর এই জয়ের পুরো ক্রেডিট তিনি দিলেন সতীর্থ স্পিনার নাথান লায়নকে।

ম্যাচ শেষে স্মিথ জানান, ‘অবশ্যই স্বস্তি লাগছে।

লায়নের হাত ধরেই আমাদের এই জয়টি এলো। আমাদের সব বোলারদের মধ্যে লায়নই ব্যতিক্রম ছিল, দারুণ পারফর্ম করেছে সে। লায়ন আমাদের জন্য বাড়তি এক শক্তি হিসেবে কাজ করেছে। তবে সত্যি কথা বলতে আমরা মিরপুরে প্রথম ম্যাচটি হেরে হতাশ ছিলাম। তবে এইজন্য আমি বাংলাদেশকেই ক্রেডিট দিচ্ছি। কেননা ওরা ওই ম্যাচতো বটেই পুরো সিরিজেই ভালো খেলেছে। ’

ঢাকা টেস্টের দুই ইনিংসে ৯ উইকেট পাওয়া লায়ন চট্টগ্রাম টেস্টে ছিলেন আরও উজ্জ্বল। একটি-দুটি না, পেয়েছেন ১৩টি উইকেট। বাংলাদেশের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। এর আগে ২০০৭ সালে ক্যান্ডিতে ৮২ রানে ১২ উইকেট নিয়েছিলেন মু্ত্তিয়া মুরালিধরন।

এই সিরিজে লায়নের ২২ উইকেটও একটি রেকর্ড। ২ টেস্টের সিরিজে এত বেশি উইকেট অজিদের আর কারো দখলেই নেই। এর আগে ১৮৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্টে ১৮ উইকেট নিয়ে সেরাদের সেরার তালিকায় শীর্ষে ছিলেন জন জেমস ফেরিস। তাইতো সতীর্থ লায়নকে দলপতি সব ক্রেডিটই দিলেন।

বৃহস্পতিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে সফরকারী অধিনায়ক আরও বলেন, ‘প্রথম ইনংসের চেয়ে দ্বিতীয় ইনিংসের উইকেট ভালো ছিল। আমাদের পরিকল্পনা ছিল নতুন বলে লাইন ও লেংথ ঠিক রেখে ঠিক জায়গায় ফেলা, যা আমরা পেরেছি। তবে আমরা ২-০তে জিততে পারলে ভালো হতো। ’

উপমহাদেশের উইকেটে ভালো করার অনুভূতিও স্মিথকে ছুঁয়ে গেছে, ‘আমার মনে হয় উপমহাদেশে আমরা আগের চেয়ে অনেক উন্নতি করেছি। তবে আমাদের প্রথম ইনিংসে বোলিংয়ের প্রশংসা না করে পারছি না। ওদের ৩০৫ রানে আটকাতে পেরেছি বলেই জয়টি এসেছে। ওই ইনিংসে ডেভিড ওয়ার্নার ও হ্যান্ডসকম্বের জুটি আমাদের কাজটি সহজ করে দিয়েছে। ওরা সত্যিই দারণ ছিল। ’

আর এই সিরিজ ড্র’র ফলেই উপমহাদেশে আগামীর সিরিজগুলো স্মিথকে আরও ভালো কিছুর প্রেরণা যোগাচ্ছে, ‘আশা করছি আমরা এই ধরাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখবো। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।