ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের ৫ম আসর: কে কোন দলে (চূড়ান্ত)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
বিপিএলের ৫ম আসর: কে কোন দলে (চূড়ান্ত) ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলতি বছরের ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের পঞ্চম আসরের নিলাম শেষ। সেখানে প্লেয়ার্স ড্রাফটে ছিল ১৬টি দেশের আন্তর্জাতিক ক্রিকেটার। শনিবার (১৬ সেস্টেম্বর) দুপুরে রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত এই নিলামে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড় ডেকে নেয়।

দেখে নিন কে কোন দলে-

ঢাকা ডায়নামাইটস: গেল আসরের শিরোপা ধরে রাখেতে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস তুলনামূলক শক্তিশালী দল গুছিয়েছে একথা বলাই যায়। আইকন প্লেয়ার হিসেবে দলটিতে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আছেন গেল আসরে অংশ নেয়া দুই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদি মারুফ এবং পেসার মোহাম্মদ শহীদ। এছাড়া থাকছেন সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নূরে আলম সাদ্দাম, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম অমি ও নাদিফ চৌধুরী।

বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, এভিন লুইস, কেভিন কুপার, রনসফোর্ড বিটন, সুনীল নারাইন, রভম্যান পাওয়েল, ক্যামের ডেলপোর্ট ও গ্রায়েম ক্রেমার। থাকছেন জো ডেনলি (ইংল্যান্ড) ও আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)।

রংপুর রাইডার্স: টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজাকে আইকন প্লেয়ার হিসেবে দলে ভেড়ানো রংপুরে দেশি প্লেয়ারদের মধ্যে আছেন মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি ও নাহিদুল ইসলাম।

বিদেশি: রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বাদরি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ ও ক্রিস গেইল, সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), জহির খান (আফগানিস্তান) ও স্যাম হেইন (ইংল্যান্ড)।

রাজশাহী কিংস: মুশফিকুর রহিমের অধিনায়কত্ব ও টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং নিয়ে গঠিত রাজশাহী কিংসে দেশি যারা আছেন মুমিনুল হক, ফরহাদ রেজা, জাকির হাসান, নিহাদুজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনীক।

বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লিন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালম ওয়ালার, সামিট প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, ওসামা মীর (পাকিস্তান) ও রাজা আলী দার (পাকিস্তান)।

চিটাগং ভাইকিংস: গত দুই আসরের আইকন ও অধিনায়ক ঘরের ছেলে তামিম ইকবাল এবার নিজের ঠিকানা বানিয়েছেন কুমিল্লায়। তাই সৌম্য সরকারকে আইকন করে দল গঠন করেছে চিটাগং ভাইকিংস। স্থানীয় প্লেয়ারদের তালিকায় আছেন তাসকিন আহমেদ, সুভাশীষ রায়, এনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, তানবির হায়দার খান, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত ও আলাউদ্দিন বাবু।

বিদেশি: লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জেরমি ব্ল্যাকউড, সিকান্দার রাজা, নজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান) ও লুইস রিকি (ইংল্যান্ড)।  
      
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০১৫ বিপিএলের চ্যাম্পিয়ন দলটিতে আইকন হিসেবে আছেন টাইগারদের বিষ্ফোরক ব্যাটসম্যান তামিম ইকবাল। দেশিদের তালিকায় আরও আছেন; ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলোক কাপালি, মেহেদি হাসান রানা, এনামুল হক, মেহেদি হাসান মিরাজ, রকিবুল হাসান।

বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্র্যাভো, জশ বাটলার, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমন মীর (জিম্বাবুয়ে), রুম্মন রইস খান (পাকিস্তান)।  
 
খুলনা টাইটান্স: মাহমুদুল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আবু যায়েদ রাহি, ইয়াসির আলী চৌধুরী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ ও সাইফ হাসান।

বিদেশি: জুনাইদ খান. সরফরাজ আহমেদ, সাদাব খান, সেকুজি প্রসন্ন, বেনি হাওয়েল, ডেভিড মালান, রিলি রুশো, কাইল এবোট, ক্রিস লিন, কার্লোস ব্রাথওয়েট, চ্যাডউইক ওয়াল্টন, শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা) ও জফরা আর্চার (ইংল্যান্ড)।
   
সিলেট সিক্সার্স: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মো: শরীফ, ইমতিয়াজ হোসেন তান্না।

বিদেশি: দাসুন সানাকা, ওয়ানিডু হাসারাঙ্গা, লিয়াম প্লাঙ্কেট, রস হুইটলি, উসমান খান সিনওয়ারী, বাবর, আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্তোকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা) ও গোলাম মোদাচ্ছির খান (পাকিস্তান)।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি/এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।