ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টোকসকে গ্রেফতার, ম্যাচ নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
স্টোকসকে গ্রেফতার, ম্যাচ নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

ব্রিস্টলে মারামারির ঘটনায় সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার হন বেন স্টোকস। এক রাত জেলে কাটান ইংলিশ অলরাউন্ডার। কিন্তু কোনো অভিযোগ গঠন ছাড়াই মুক্তি পেয়েছেন তিনি। সতীর্থ অ্যালেক্স হেলসও জড়িত। দু’জনকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দু’টি ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

ঘটনাটি ঘটে রোববারের (২৪ সেপ্টেম্বর) তৃতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপক্ষে ১২৪ রানের জয়ের পর। ব্রিস্টলে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭৩ রানের ইনিংস খেলেন স্টোকস।

দাপুটে জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে (বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত) এগিয়ে যায় স্বাগতিকরা। লন্ডনের কেনিংটন ওভালে ২৭ সেপ্টেম্বর চতুর্থ ওয়ানডে।

সমারসেট ও অ্যাভন পুলিশ ২৬ বছর বয়সী একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে। বলা হচ্ছে, নাইট ক্লাবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্টোকসের হাতে ইনজুরি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হেলস।

মুখে আঘাত পাওয়া অন্য একজনকেও হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। কী কারণে স্টোকস মারামারিতে জড়ান তাও অজানা। তদন্তের পরই সবকিছু প্রকাশিত হবে। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড।

ওভালে সিরিজের চতুর্থ ম্যাচ সামনে রেখে স্টোকস বা হেলস ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন না। জানা যায়, পুলিশকে তদন্তে সহায়তার জন্য ব্রিস্টলে ফিরে গেছেন হেলস। এদিকে, এ ব্যাপারে নিজস্ব তদন্ত শুরুর কথাও বলেছেন বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

স্টোকসরা এমন সময়ে ঝামেলায় জড়ালেন যখন অস্ট্রেলিয়া সফর সামনে রেখে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের (২৩ নভেম্বর প্রথম টেস্ট শুরু) জন্য দল ঘোষণা করতে যাচ্ছেন নির্বাচকরা।

অনাকাঙ্ক্ষিত আচরণের দায়ে অতীতেও শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হয়েছিলেন স্টোকস। ২০১২ সালে এক রাতে গ্রেফতার হওয়ার পর তাকে সতর্ক করে দেয় পুলিশ। পরের বছরই গভীর রাতে মধ্যপান করায় ইংল্যান্ড লায়ন্স ট্যুর থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো নিজের কারণেই ছিটকে যান। লকারে ঘুষি মেরে হাতের ইনজুরির শিকার হন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।