ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাস্তায় নেমেছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
রাস্তায় নেমেছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর ছবি: সংগৃহীত

নিজে হাতে মুম্বাইয়ের রাস্তার নোংরা পরিষ্কার করলেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ‘স্বচ্ছ ভারত হি সেবা’ অভিযানে অংশ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুম্বাইয়ের অলিতে-গলিতে ঘুরেছেন শচীন।

মোদী সরকারের ‘স্বচ্ছ ভারত হি সেবা’ অভিযানে অংশ নেওয়ার পর টুইটারে ছবি পোস্ট করে শচীন লিখেছেন, ‘নিজের শহরকে আমাদেরই পরিষ্কার রাখতে হবে। আসুন বন্ধুরা সবাই মিলে আমরা রাস্তায় নেমে নোংরা পরিষ্কার করি।

একসঙ্গে পুরো ভারতকে পরিষ্কার করি। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলুন। এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি। ’

.স্বচ্ছ ভারত অভিযানে কিংবদন্তি এই ক্রিকেটারের সঙ্গী ছিলেন যুব সেনা প্রধান আদিত্য ঠাকরে এবং সাধারণ মানুষরা।

সচিনের এই উদ্যোগকে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ‘আমি তোমাদের (শচীন-ঠাকরে) অভিনন্দন জানাই বন্ধুরা। মুম্বাইয়ের রাস্তা পরিষ্কারের আহ্বান জানাও। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।