ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের নিয়ে টেস্ট অায়োজনে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
ক্যারিবীয়দের নিয়ে টেস্ট অায়োজনে জিম্বাবুয়ে ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এমনটি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। চলতি মাসের শেষে বুলাওয়েতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর ঘরের মাঠে এটিই হবে জিম্বাবুয়ের প্রথম সিরিজ।

আগামী ২১ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরু হবে। যেখানে ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা হবে।

দুটি ম্যাচই কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ অক্টোবর থেকে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দু’দল।

এই সিরিজের মধ্যদিয়ে জাতীয় দলে ফেরার আশা করছেন দলটির সাবেক অধিনায়ক ব্র্যান্ডন টেইলর ও পেসার কাইল জারভিস। জিম্বাবুয়ে ক্রিকেটে অর্থনৈতিক সংকটের কারণে ২০১৫ ও ২০১৩ সালে তারা ইংল্যান্ড ক্রিকেটের কলপাক চুক্তিতে সই করেন। যেখানে খেললে জাতীয় দলে আর খেলা হয় না। তবে সমঝতার মাধ্যমে আবারও ফিরেছেন তারা।

এদিকে গত ১২ মাসের মধ্যে ক্যারিবীয়দের এটি দ্বিতীয় জিম্বাবুয়ে সফর হবে। যেখানে গত বছরের নভেম্বরে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজ খেলতে সফর করেছিলো উইন্ডিজরা। তৃতীয় দল হিসেবে সেখানে ছিলো শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।