ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোটা বিপিএলে খেলা হচ্ছে না সাইফ-আফিফদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
গোটা বিপিএলে খেলা হচ্ছে না সাইফ-আফিফদের ছবি: সংগৃহীত

১০ নভেম্বর থেকে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নেয়ায় বিপিএলের প্রথম দুই ধাপ অর্থাৎ সিলেটের চলতি পর্ব এবং ১১-২২ নভেম্বর অনুষ্ঠেয় ঢাকা পর্বে খেলার সুযোগ পাচ্ছেন না ৫ টাইগার যুবা (সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আরাফাত মিশু, কাজী অনিক ও নাঈম হাসান)।

কেননা মালয়েশিয়ায় টুর্নামেন্টে অংশ নিতে তারা ৮ নভেম্বর ঢাকা ছেড়ে যাচ্ছেন আর ফিরবেন ২০ নভেম্বর। এর আগে তারা অংশ নিয়েছেন সফরকারী নেপালেরর বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে।

তার মানে হচ্ছে ২৪ নভেম্বর থেকে অনুষ্ঠেয় চট্টগ্রাম পর্ব দিয়ে বিপিএলের পঞ্চম আসর শুরু করবেন উল্লেখিত এই ক্রিকেটাররা। তবে, বিপিএলের ফাইনালে কারো দল উঠলে সেই ম্যাচে অংশ নিতে পারবেন না। কেননা বিশ্বকাপকে সামনে রেখে ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে তাদের ক্যাম্প।

সোমবার (৬ নভেম্বর) বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল গেমস অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার এএসএম কাওসার আহমেদ।

তিনি বলেন, ‘আমাদের কিছু প্লেয়ার বিপিএলের সাথে চুক্তিবদ্ধ। চুক্তি অনুযায়ী ২২ নভেম্বর থেকে বিপিএলে অংশ নিতে পারবে। যখন নিলাম হয়েছিল তখন তাদেরকে বলা হয়েছিল ২২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তাদের পাওয়া যাবে। কেননা ১২ ডিসেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। ২৬ ডিসেম্বর আমাদের দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। ’
 
অনূর্ধ্ব-১৯ দল থেকে ডাক পাওয়া নাঈম হাসান ও ইয়াসির আরাফাত মিশু খেলবেন চিটাগং ভাইকিংসের হয়ে, আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান খুলনা টাইটান্সে এবং কাজী অনিক ডাক পেয়েছেন রাজশাহী কিংসে।  ইয়াসির আরাফাত মিশুর ইনজুরি হয়তো মাঠেই নামতে দেবে না তাকে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।