ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন কুশল পেরেরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, নভেম্বর ১৪, ২০১৭
রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন কুশল পেরেরা ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে অংশ নিতে দলে যোগ দিয়েছেন লঙ্কান তারকা কুশল পেরেরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাইডার্স শিবিরে তিনি যোগ দেন। তার উপস্থিতিতে রাইডার্সরা দিনের অনুশীলন সেরেছে।

মঙ্গলবার বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে এই অনুশীলনে ব্যাটে-বলে ঘাম ঝরিয়েছে বিপিএলে শিরোপা প্রত্যাশী রংপুর রাইডার্স।

বিপিএলের চলতি আসরে এখনও স্বরূপে আবির্ভূত হতে পারেনি মাশরাফির রংপুর রাইডার্স।

৩ ম্যাচ খেলে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে দলটি। এখনও দলে যোগ দেননি টি-টোয়েন্টির দুই বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম।

তবে রাইডার্সদের সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। কেননা বুধবার (১৫ নভেম্বর) সকালে দলে যোগ দিচ্ছেন কিউইদের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আর ক্রিস গেইল যোগ দেবেন তারপর দিনই। অর্থাৎ ১৬ নভেম্বর। যদিও একই দিন ম্যাককালাম-গেইল আসবেন বলে আগে জানানো হয়েছিল।

পূর্ণ শক্তির দল নিয়ে ১৮ নভেম্বর নিজেদের চতুর্থ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।