ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল বিশ্বের সবচেয়ে কঠিন টুর্নামেন্ট, বললেন মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
বিপিএল বিশ্বের সবচেয়ে কঠিন টুর্নামেন্ট, বললেন মাশরাফি ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: বিপিএল বিশ্বের সবচেয়ে কঠিন টুর্নামেন্ট। চিটাগং ভাইকিংসের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ম্যাচ সেরা মাশরাফি বিন মর্তুজা।

ওপেনিংয়ে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন করতেই রংপুর রাইডার্স দলপতির ভাষ্য, ‘এখানে (বাংলাদেশ) ব্যাটিং করা খুবই কঠিন। উইকেটের চরিত্র বোঝা মুশকিল।

দেখবেন উইকেট কখনো লো। আবার কখনো আনপ্লেয়েবল। আবার কখনো দেখবেন খুব দ্রুত রান হচ্ছে। তাই আমার মনে হয় বিপিএল বিশ্বের সবচেয়ে কঠিন টুর্নামেন্ট। ’

ব্যাট হাতে এখনো নামের সুবিচার করতে পারেননি সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন মাশরাফি, ‘সে চেষ্টা করছে। একটা ত্রিশোর্ধ্ব রান আছে ওর। সামনের ম্যাচগুলোতে দেখবেন ক্লিক করলে বড়কিছু করে ফেলবে। ’

আর ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’ গেইলকে সম্পর্কে মাশরাফির মূল্যায়ন, ‘সে টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা। এই ফরম্যাটে সাড়ে ১০ হাজার রান। সে সবসময়ের কিং। ’

বিপিএলের চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোতে গ্যালারি ভরা দর্শক দেখা যাচ্ছে। ঢাকা-সিলেটের পর্বেও দর্শক ছিলো। এবারের এতো দর্শক হবার পেছনের কারণ কি মনে করেন এমন প্রশ্নও আসলো মাশরাফির প্রতি।

মাশরাফির প্রতিক্রিয়া, ‘এবার বিদেশি ক্রিকেটাররা নিয়মিত খেলছে। আগে হয়তো দেখা যেত ওরা আসতো এক দুটো ম্যাচ খেলে চলে যেতো। কিন্তু এবার সেটি হচ্ছে না। ’

আর চট্টগ্রাম-সিলেটে দর্শক বেশি হবার কারণ হলো এখানে আন্তর্জাতিক ম্যাচ কম হয়। তাই সবার আগ্রহ থাকে। এজন্য হয়তো দর্শক বেশি হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।