কর্নাটকের বেলাগাউমে আগে ব্যাট করে ৯ উইকেটে ২১৫ রান করে স্বাগতিক মেয়েরা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৮৩ রানে থামে সফরকারীরা।
ব্যাট হাতে ভারতের বনিতা রায় খেলেন সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস। বাংলাদেশর হয়ে দুটি করে উইকেট নেন রুমানা আহমেদ, সালামা খাতুন ও শায়লা শারমিন।
টাইগ্রেসদের হয়ে ব্যাট হাতে ৪৫ রান করেন লতা মন্ডল। এই রান করতে তিনি খেলেছেন ৯২টি বল। আর সালমা ৫১ বল খেলে মাত্র ১৬ রান করেন। লোয়ার অর্ডারে নেমে দলের হাল ধরতে চেষ্টা করেন অধিনায়ক রুমানা ও নিগার সুলতানা। ৩৪ বলে অপরাজিত ৩৯ রান করেন রুমানা। আর নিগার সুলতানা ৩২ রান করেন ৪৯ বল থেকে।
আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। তৃতীয় ও শেষ ম্যাচ ৭ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম