ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

কী জাদু দেখালেন নাসির!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৮, ডিসেম্বর ৩, ২০১৭
কী জাদু দেখালেন নাসির! ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের একাদশ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে বল হাতে সিলেট অধিনায়ক নাসির হোসেন যা করলেন তাকে অন্য কোনো বিশেষণে বিশেষায়িত না করে জাদু বলাই শ্রেয়। একটি-দুটি নয়, তার স্পিন বিষে নীল হয়ে একে একে ক্রিজ ছাড়া হন চিটাগংয়ের ৫ ব্যাটসম্যান।

নাসির ৪ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে উইকেট পেয়েছেন ৫টি। তার চেয়ে বড় ব্যাপার হলো ভাইকিংসদের টপ অর্ডারের প্রতিটি ব্যাটসম্যানকেই তিনি ঘায়েল করেছেন।

নাসিরের বোলিং ক্যারিয়ারে যে কোনো ধরণের ক্রিকেটে এটাই সেরা বোলিং।

ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমচিটাগং ওপেনার লুক রঞ্চিকে বোল্ড করেছেন ব্যক্তিগত ৬ রানে। আরেক ওপেনার সৌম্য সরকারকে কট অ্যান্ড বোল্ড করে ফিরিয়েছেন ০ রানে। টপ অর্ডারের লুইস রিসিকে প্যাভিলনের পথ দেখিযেছেন ব্যক্তিগত ১২ রানে এলবি’র ফাঁদে ফেলে। একই ফাঁদে ফেলেছেন তানভীর হায়দারকেও, ৫ রানে।

নাসিরের পঞ্চম শিকার টপঅর্ডার স্টিয়ান ভ্যান জিল ব্যক্তিগত ১১ রানে ক্যাচ তুলে দিয়েছেন কামরুল ইসলাম রাব্বির হাতে।

নাসিরের এই ৫ উইকেটের বদৌলতে বিপিএলে তার উইকেট সংখ্যা দাঁড়ালো ১১টি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ৩ ডিসেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।