ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বছর শেষে সব আলো সাকিবের দিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
বছর শেষে সব আলো সাকিবের দিকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বের বড় তারকাদের একজন। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বছরটা যখন শেষের পথে সব আলো সাকিবের দিকে।

সত্যিই তাই। ২০১৭ সালটা অসাধারণ কেটেছে ত্রিশ বছর বয়সী সাকিবের।

শেষদিকে এসে মুশফিকের টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন। টাইগারদের টি-টোয়েন্টি দলপতিও তিনি। ওয়ানডের নেতৃত্ব মাশরাফির কাঁধে।

বছরের শুরুতে বাংলাদেশের প্রথম টেস্টে দেখা গেছে ব্যাটসম্যান সাকিবকে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৭ রানের চোখ ধাঁধানো ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছিলেন। যা টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।

গত মার্চে কলম্বোয় বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম ইনিংসে সেঞ্চুরি ও ম্যাচে ৬ উইকেট তুলে নেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়কও সাকিব। আগস্টে ঢাকায় অনুষ্ঠিত আলোচিত ম্যাচটির প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ ও দুই ইনিংসেই ৫ উইকেট শিকার করেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে নতুন ইতিহাসের জন্ম দেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ জুনের ম্যাচটিতে ২৬৬ রান তাড়া করতে নেমে ৩৩ রানেই ৪ উইকেট হারানোর পর ২২৪ রানের অবিস্মরণীয় জুটিতে দলকে অভাবনীয়ভাবে জয়ের বন্দরে নিয়ে যান দুই সেঞ্চুরিয়ান।

ব্যক্তিগত পারফরম্যান্সে এতোসব প্রাপ্তির পর ২০১৭ সালের শেষদিকে দায়িত্বভারও বেড়ে গেছে সাকিবের। তিনি যে এখন টেস্ট ও টি-টোয়েন্টিতে টিম বাংলাদেশের কাপ্তান। নতুন বছরেও সাকিব থাকুক উজ্জ্বল সেই প্রত্যাশা সবার।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।