চতুর্থ দিন সব মিলিয়ে মাত্র ৪৫ ওভারের মতো খেলা হয়েছে। যদিও ইংল্যান্ড এখনও ৬১ রানে এগিয়ে রয়েছে।
স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টি হানা দেয়। কয়েক দফার বৃষ্টিতে শেষ পর্যন্ত আম্পায়াররা খেলা বন্ধ করতে বাধ্য হন। এ সময় ওপেনার ক্যামেরুণ ব্যানক্রফ্ট ও উসমান খাজা দ্রুত বিদায় নেন। কিন্তু মাটি কামড়ে পড়ে থাকেন অভিজ্ঞ ওয়ার্নার ও এ সিরিজে অসাধারণ খেলা স্মিথ। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়ার ওয়ার্নার ৪০ ও স্মিথ ২৫ রানে অপরাজিত আছেন।
এর আগে দিনের শুরুতে ৪৯১ রানে নয় উইকেট হারানো ইংল্যান্ড ফের ব্যাটিংয়ে নামে। তবে কোনো রান যোগ করতে না পারা দলটি প্রথম ওভারেই জেমস অ্যান্ডারসনের উইকেট হারিয়ে মাঠ ছাড়ে। ২৪৪ রানে দানবীয় ইনিংসে খেলা কুক অপরাজিতই থাকেন।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস