স্কোর: অস্ট্রেলিয়া – ৩২৭ ও ২৬৩/৪ ডিক্লে. (১২৪.২ ওভার)
ইংল্যান্ড – ৪৯১
শেষ দিনে চার উইকেটে ২৬৩ রান করার পর নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক শিবির। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ১০২ রানে (২৭৫ বল) অপরাজিত থেকে যান স্টিভেন স্মিথ।
অজিদের ইনিংস ঘোষণার পর ড্র মেনে মাঠ ছাড়ে দু’দল। ১০০ রানের স্বল্প টার্গেট হলেও হাতে পর্যাপ্ত সময় ছিল না। চার ম্যাচ শেষে ৩-০ তে এগিয়ে স্মিথের টিম। সিডনিতে আগামী ৪ জানুয়ারি থেকে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ দিনেই ম্যাচের গতিপথ বদলে যায়। চারবার বৃষ্টি হানা দেয়। সব মিলিয়ে মাত্র ৪৪ ওভারের খেলা হয়। দিনের প্রথম বলেই ইংলিশদের শেষ উইকেটের পতন ঘটে। অজিদের ৩২৭ রানের জবাবে ৪৯১ রানেই (১৪৪.১ ওভার) তাদের প্রথম ইনিংসের ইতি ঘটে। লিড দাঁড়ায় ১৬৪। রান খরা কাটিয়ে চোখ ধাঁধানো ব্যাটিংয়ে ২৪৪ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ ওপেনার অ্যালিস্টার কুক।
৪৩.৫ ওভারে দুই উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেন স্মিথ ও ওয়ার্নার যথাক্রমে ২৫ ও ৪০ রানে অপরাজিত থেকে। তখনো ৬১ রানে এগিয়ে ছিল জো রুটের দল। ম্যাচ বাঁচাতে শেষ দিনে চমৎকার মন্থর ব্যাটিং প্রদর্শনী অব্যাহত রেখে দাপটের সঙ্গেই ইংলিশদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেয় অজিরা।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
এমআরএম