ওয়েবসাইটটির বিশেষজ্ঞদের বিচারে সাকিব সেরা অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ডের মাটিতে অসাধারণ খেলার পর শ্রীলঙ্কা সফরেও দুর্দান্ত খেলেছেন বিশ্ব সেরা এ তারকা।
২০১৭ সালে সাকিব সাতটি টেস্ট খেলেছেন। যেখানে ৪৭.৫০ গড়ে দুটি সেঞ্চুরি সহ করেছেন ৬৬৫ রান। এ সময় নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর শ্রীলঙ্কার কলম্বোয় টাইগারদের শততম টেস্ট জয়ে প্রথম ইনিংসে ১১৬ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে সমান দূত্যি ছড়িয়েছেন সাকিব। ৩.১৮ ইকোনোমিতে নিয়েছেন ২৯টি উইকেট। ঘরের মাঠে বাংলাদেশের অস্ট্রেলিয়া বধে মিরপুরে দুই ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েছিলেন তিনি।
এদিকে সাকিব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫১টি ম্যাচ খেলেছেন। পাঁচটি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি সহ ৪০.৩৮ গড়ে তিনি ৩ হাজার ৫৯৪ রান করেছেন। আর ৩.০১ ইকোনোমিতে ১৮৮টি উইকেট তুলে নিয়েছেন। ক্রিকইনফোর টেস্ট একাদশ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), ডিন এলগার (দ.আফ্রিকা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), চেতশ্বর পুজারা (ভারত), কুইন্টন ডি কক (দ.আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দ.আফ্রিকা), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৭
এমএমএস