মাউন্ট মাউনগানুইতে বৃষ্টির হানা ছিল খেলা শুরু হওয়ার আগে থেকেই। তবে এক পর্যায়ে পরিবেশ শান্ত হলে, টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবীয়রা।
এর পর দু’দল আর মাঠেই নামতে পারেনি। শেষ পর্যন্ত আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।
এ সময় ব্যাটিংয়ের সুযোগ পাওয়া কিউইরা ঝড়ো শুরু করে। যার নেতৃত্বে থাকেন কলিন মুনরো। নয় ওভার শেষে চার উইকেট হারিয়ে ১০২ রান তোলে তারা। মুনরো মাত্র ২৩ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ৬৬ রান করে বিদায় নেন। অধিনায়ক উইলিয়ামসন (১৭) ও আনারু (১) অপরাজিত থাকেন।
একই মাঠে আগামী ৩ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
এমএমএস