২৫ বছর ধরে দ. আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ না জেতার আক্ষেপ ঘোঁচাতে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চোখ রাখছে সফরকারীরা। তবে পেসবান্ধব উইকেটের লো-স্কোরিং ম্যাচে কাজটি সহজ হবে না।
বৃষ্টির কারণে তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। দুই উইকেটে ৬৫ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিংয়ে নেমে আরও ৬৫ রান তুলতেই বাকি ৮ উইকেটের পতন ঘটে। টেস্ট অভিষিক্ত জাসপ্রিত বুমরাহর বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন সর্বোচ্চ স্কোরার এবি ডি ভিলিয়ার্স (৩৫)।
দুই ওপেনার আইডেন মার্করাম ৩৪ ও ডিন এলগার ২৫ রান করে আউট হন। স্পিনার কেশব মহারাজের ব্যাট থেকে আসে ১৫। আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে যাওয়া স্টেইন ৪ বলে কোনো রান না করে অপরাজিত থেকে যান।
মোহাম্মদ শামি ও বুমরাহ দু’জনই তিনটি করে উইকেট দখল করেন। দু’টি করে নেন প্রথম ইনিংসের চার উইকেটশিকারি ভুবনেশ্বর কুমার ও হার্দিক পাণ্ডে। মাত্র ১ ওভার বোলিংয়ের সুযোগ পান আগের ইনিংসে দুই উইকেটের মালিক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম