২০১৭ সালে অভিষেক হওয়া অলিভিয়েরা সে বছরই পাঁচটি টেস্ট খেলেন। সর্বশেষ তিনি বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন।
এ দু’জন ছাড়াও স্বাগতিকদের শিবিরে রিজার্ভ বেঞ্চে আছেন অলরাউন্ডার ক্রিস মরিস ও আন্দিল পেহলুকওয়াও। তবে দ্বিতীয় টেস্টে একাদশের জন্য অলিভিয়েরাই প্রথম পছন্দ হতে পারেন।
কেপটাউন টেস্টে ৭২ রানে জিতে দ.আফ্রিকা ইতোমধ্যে ১-০তে এগিয়ে রয়েছে। আগামী ১৩ জানুয়ারি সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশব মাহারাজ, এইডেন মার্কারাম, মরনে মরকেল, ক্রিস মরিস, আন্দিল পেহলুকওয়াও, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস