প্রথম দিন ২ উইকেট শিকারি এই স্পিনার দ্বিতীয় দিনে তুলে নিলেন আরও ৪ উইকেট। যা দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০তম ৫ উইকেটের দেখা পেলেন আব্দুর রাজ্জাক।
মুমিনুল হকের ২৫৯ ও জাকির হাসানের ১১৯ রানের পর দলের হয়ে ব্যাট হাতে সোহাগ গাজী ৩৫, ইমতিয়াজ হোসেন ৩৩, ইয়াসির আলী ৩৩, লিটন কুমার দাস ২০, মোহাম্মদ আশরাফুল ১৩, অলোক কপালি ১৯ ও নাজমুল ইসলাম অপু করেছেন ৮ রান।
পূর্বাঞ্চলের পাহাড় সমান রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসের শুরুটা মোটেও ভাল হয়নি দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানদের। দলীয় ৫৯ রানেই ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান (শাহরিয়ার নাফিস ২৯, সৌম্য সরকার ১৯, মেহেদি হাসান ৯)।
তবে তুষার ইমরান ও মোসাদ্দেক হোসেনের ব্যাটে চাপ কিছুটা সামলে দিন শেষে ১২৮ রানের সংগ্রহ তুলে নিতে সক্ষম হয়েছে নুরুল ইসলাম সোহান ও তার দল। ফলে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন শেষে ৪১৮ রানে এগিয়ে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল।
পূর্বাঞ্চলের হয়ে বল হাতে সোহাগ গাজী ২টি ও নাজমুল অপু নিয়েছেন ১টি উইকেট।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৮
এইচএল/এমএমএস