আর এই দুই জনের ব্যাটে চড়েই দিন শেষে ৭ উইকেটে ৪৩৩ রান সংগ্রহ করেছে বিসিবি উত্তরাঞ্চল। যা তাদের ২৪৫ রানে এগিয়ে রেখেছে।
অমি ও ধীমান ছাড়াও দলের হয়ে মিজানুর রহমান ৬৪ ও নাজমুল হোসেন খেলেছেন ৪৪ রানের উল্লেখযোগ্য ইনিংস। দ্বিতীয় দিন শেষে জহুরুল ইসলামের সাথে উইকেটের অপর প্রান্তে ১৬ রানে অপরাজিত আছেন ফরহাদ রেজা।
এদিকে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে বল হাতে তাসকিন আহমেদ ৩টি, মোশরারফ হোসেন রুবেল ও শুভাগত হোম নিয়েছেন ২টি করে উইকেট।
এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উত্তরাঞ্চলের বোলারদের তোপে ১৮৮ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চলের প্রথম ইনিংস।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস