ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান টি-২০ দলে ফিরলেন শেহজাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
পাকিস্তান টি-২০ দলে ফিরলেন শেহজাদ ছবি:সংগৃহীত

পাকিস্তানের চলমান নিউজিল্যান্ড সফরে ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি ওপেনার আহমেদ শেহজাদের। তবে তিন ম্যাচ সিরিজের ঘোষিত টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন তিনি। ওয়ানডে দল থেকে টি-২০ দলে আর একটি পরিবর্তন হয়েছে, যোগ হয়েছেন ব্যাটসম্যান উমর আমিন।

শেহজাদ দলে আসায় বাদ পড়লেন ওয়ানডে স্কোয়াডে থাকা আজহার আলী। আর ইমাম উল হকের পরিবের্ত জায়গা পেয়েছেন উমর আমিন।

এদিকে স্পিন-অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ইনজুরি সেরে এখনও ফিট হতে পারেননি। তাই তার পরিবর্তে মোহাম্মদ নওয়াজকে নেওয়া হয়েছে।

চলমান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি শেষে পাকিস্তান ২-০তে পিছিয়ে রয়েছে। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েলিংটনে শুরু হবে ২২ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।