এরপর একে একে জ্বলে উঠলেন মাশরাফি, রুবেল, মোস্তাফিজ ও সানজামুল। আর তাতেই ১৭০ রানে থেমে গেল জিম্বাবুয়ের ইনিংস।
সোজা কথায় বললে টাইগার বোলারদের তান্ডবেই নতুন বছরের শুরুটা দুর্দান্ত জয়ে করলো বাংলাদেশ। বিষয়টি ভীষণ আপ্লুত করেছে লাল-সবুজের ওয়ানডে দলের সহ অধিনায়ক সাকিব আল হাসানকে। ফলে অনুমিত ভাবেই সতীর্থ বোলারদের প্রশংসায় ভাসালেন এই বিশ্বসেরা অলরাউন্ডার, ‘নতুন বছরের শুরুটা ভালো হলো সেদিক থেকে জয়টা গুরুত্বপূর্ণ। আমি মনে করি বোলাররা ভালো বোলিং করেছে। ’
সোমবার (১৫ জানুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি একথা বলেন।
তিন জাতির এই টুর্নামেন্ট জিম্বাবুয়ে ছাড়াও টাইগারদের আরেক প্রতিপক্ষ ৯৬ এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে ভালো কিছু করতে জিম্বাবুয়ের বিপক্ষে অর্জিত এই জয় আত্মবিশ্বাস যোগাবে বলেও মত সাকিবের, ‘যেহেতু তিন জাতির টুর্নামেন্ট খেলছি সেহেতু মোমেন্টামটাও গুরুত্বপূর্ণ। আজকের জয়টা আমাদের ভালো একটা আত্মবিশ্বাস দেবে। যেহেতু আমরা মনে করছি শ্রীলঙ্কার সাথে আমাদের কঠিন চ্যালেঞ্জ থাকবে সেদিক থেকে এই জয়টা আমাদের মানসিক দিক থেকে চাঙ্গা রাখবে। এই আত্মবিশ্বাসটা সবারই কাজে লাগবে।
শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস