সোমবার (১৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচপরবর্তী সংবাদে সম্মেলনে তিনি একথা বলেন।
ক্রেমার বলেন, ‘১৭০ মোটেও পর্যাপ্ত রান নয়।
সঙ্গতই বলেছেন ক্রেমার। কেননা সিকান্দার রাজার ব্যক্তিগত ৫২ রানের ইনিংসটি বাদ দিলে তাদের আর কোনো ব্যাটসম্যানই ব্যক্তিগত ৪০ রানের কোঠা স্পর্শ করতে পারেননি। আর এই ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছে টাইগারদের বোলিং। মাশরাফি, সাকিব, মোস্তাফিজ, রুবেল যেভাবে তোপ চালিয়েছেন তাতে ১৭০ রানেই থামতে হয়েছে হিথ স্ট্রিকের শিষ্যদের।
আর টাইগারদের সব বোলারদের মধ্যে পেসার মোস্তাফিজের বলকেই কঠিন বলে উল্লেখ করলেন এই জিম্বাবুইয়ান দলপতি। ‘ও খুবই ভাল বল করেছে। ওর স্লোয়ারগুলো খেলা আমাদের জন্য সহজ ছিল না। খেলতে হলে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আজ ও ভাল জায়গায় বল করেছে। আমি জানি ও ইনজুরিতে থেকে ফিরছে। দারুণ এফোর্ট দিয়েছে আজ। ও একজন বিশ্বমানের বোলার। ’
জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভার বল করে ২৮ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছেন লাল-সবুজের কাটার স্পেশালিস্ট মোস্তাফিজ।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস