১’শ ম্যাচের অনন্য এই মাইলফলকটি স্পর্শ করতে শের-ই-বাংলা সময় নিয়েছে ১২ বছর ১ মাস ৭ দিন। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মনে করছেন যতটা দ্রুত গতিতে ১’শত তম ম্যাচটি শের-ই-বাংলায় অনুষ্ঠিত হলো, ২’শত তমটি গড়াতেও খুব বেশি সময় লাগবে না।
পাপন বলেন, ‘এত কম সময়ে! আমার মনে হয় সময়ের দিক দিয়ে এটা আরও কম। কারণ কন্টিনিউয়াস খেলা হচ্ছে এই মাঠে। সেজন্য আমি মনে করি এটা সিগনিফিক্যান্ট এবং শুধু এখানেই না। যেভাবে চলছে, আমার মনে হয় ১‘শ না এটার ২’শ হতেও সময় লাগবে না। ’
বুধবার (১৭ জানুয়ারি) বিসিবি কার্যালয়ের সামনে তিনি একথা বলেন।
এতদ প্রসঙ্গে একটি বিষয় অনস্বীকার্য ত্রিদেশীয়, সিরিজের সূচি নিয়ে বিসিবি আরেকটু সচেতন হলে ঐতিহাসিক এই ম্যাচটিতে স্বাগতিক বাংলাদেশকে দর্শক হয়ে থাকতে হতো না বরং মাঠের লড়াইয়ে নেমে ইতিহাসের অংশ হতে পারতেন টাইগাররা। বিষয়টির সাথে পাপন দ্বিমত পোষণ করলেন না। তবে এর মধ্যেও আবার ইতিবাচক অনেক কিছুই দেখছেন তিনি।
‘আপনি বলতে পারেন যে আজকের এই শততম ওডিআইতে বাংলাদেশের খেলাও রাখতে পারতাম। এটা ঠিক আছে। আমরা শততম টেস্ট ম্যাচটাও বাইরে খেলেছি। শ্রীলঙ্কায় গিয়ে। যেখানেই হোক। আজকেরটা ভেন্যুর ওপরে গেছে। একটা সিগনিফিক্যান্ট জিনিস কিন্তু আমার কাছে আছে। যে ফাস্ট খেলাটা কিন্তু জিম্বাবুয়ে খেলেছিল, যেখানে মাসাকাদজা ছিল, আজকেও আছে। ওদিক দিয়ে যদি আপনি দেখেন ইট ইজ ওকে। তবে বাংলাদেশ হলে আরও ভাল হতো। ’-যোগ করেন পাপন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস