ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান। মঙ্গলবার দুই বোর্ডের কর্মকর্তাদের আলোচনার পরেই এই সিদ্ধান্ত হয়।
গত বছর জুনেই আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে। সেই সময়ই সম্পূর্ণ সদস্যপদ দেওয়া হয় দুই ক্রিকেট খেলিয়ে দেশকে। যার ফলে ১১ ও ১২তম টেস্ট খেলিয়ে দেশ হিসেবে ক্রিকেট বিশ্বে জায়গা করে নিয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
এর আগে ভারতের গ্রেটার নদিয়ায় আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলেছিল আফগানিস্তান। গত বছর প্রথম কোনো আফগানিস্তান ক্রিকেটার আইপিএলে খেলেছিল। তারা হলেন, মোহাম্মদ নবী ও রশিদ খান। এ বছর আইপিএল নিলামের জন্য দেশটির ১৩জন ক্রিকেটারকে নথিভুক্ত করানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৮
এমএমএস