ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেদেরই এগিয়ে রাখলেন রুবেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
নিজেদেরই এগিয়ে রাখলেন রুবেল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ত্রিদেশীয় সিরিজে শুক্রবার (১৯ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে পেস বোলিং আক্রমণ। যেখানে লঙ্কানদের চাইতে নিজেদেরই এগিয়ে রাখলেন টাইগার পেসার রুবেল হোসেন।

বুধবার (১৭ জানুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রুবেল জানান, ‘ওদের দলেও ভালো পেস বোলার আছে।

আমাদের দলেও ভালো পেস বোলার আছে। মাশরাফি ভাই খুব ভালো ছন্দে আছেন। তিনি সবসময় ভালো বোলিং করেন। মোস্তাফিজও ভালো জায়গায় আসছে। আমার মনে হয়, আমারাই সেরা। বাংলাদেশকেই এগিয়ে রাখব। ’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি টাইগাররা স্লো উইকেটে খেললেও নিজেদের দ্বিতীয় ম্যাচটি স্পোর্টিং উইকেটেই খেলার গুঞ্জন শোনা যাচ্ছে। যেখানে দাপট দেখাবেন দুই দলের পেসাররা। এই বিভাগে বাংলাদেশ দলে আছে, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আর লঙ্কান দলে আছেন, থিসারা পেরেরা, নুয়ান প্রদিপ, সুরঙ্গা লাকমাল, দুশমন্থ চামিরা ও নবাগত শেহান মদুশঙ্কা।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।