২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করেন কোহলি। এ সময় ৭৭.৮০ গড়ে আটটি সেঞ্চুরিতে টেস্টে ২২০৩ রান করেন তিনি।
এদিকে কোহলি বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। তবে টেস্টের বর্ষসেরার পুরস্কার উঠেছে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের হাতে। পাকিস্তানের পেসার হাসান আলী হয়েছেন তরুণ উদীয়মান ক্রিকেটার। আর সহযোগি দেশের সেরা ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান।
টি-টোয়েন্টির বর্ষসেরা পারফর্মার হয়েছে ভারতের স্পিনার যুযভেন্দ্র চাহাল। ইংল্যান্ডের বিপক্ষে তিনি ২৫ রানে ছয়টি উইকেট নিয়েছেন। সেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন মারাইস এরাসমাস। আইসিসি স্পিরিট অব ক্রিকেটার ইংল্যান্ডের নারী ক্রিকেটার আনা শ্রাবসোল। আর আইসিসি সমর্থকদের বর্ষসেরা মুহূর্ত, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়।
আইসিসি পুরস্কার বিজয়ী ২০১৭:
#আইসিসি পুরুষ ক্রিকেটারের স্যার গারিফিল্ড সোবার্স ট্রফি-বিরাট কোহলি (ভারত)।
#আইসিসি পুরুষ টেস্ট ক্রিকেটার-স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)।
#আইসিসি পুরুষ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার-বিরাট কোহলি (ভারত)।
#আইসিসি পুরুষ উদীয়মান সেরা ক্রিকেটার-হাসান আলী (পাকিস্তান)।
#আইসিসি পুরুষ সহযোগি ক্রিকেটার-রশিদ খান (আফগানিস্তান)।
#আইসিসি পুরুষ টি-২০ পারফরম্যান্স অব দ্য ইয়ার-যুযভেন্দ্র চাহাল (ভারত)।
#আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার-ডেভিড শেফার্ড ট্রফি-মারাইস ইরাসমাস।
#আইসিসি স্পিরিট অব ক্রিকেট-আনা শ্রাবসোল (ইংল্যান্ড)।
#আইসিসি সমর্থক মুহূর্ত-চ্যাম্পিয়ন্স ট্রফির ২০১৭ সালের ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৮
এমএমএস