শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচের টিকিট কিনতে বৃহস্পতিবার রাত থেকেই সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে লাইন ধরেছেন ক্রিকেটপ্রেমীরা।
আকাঙ্ক্ষিত টিকিট পেতে রাত থেকে ইনডোর স্টেডিয়ামের সামনে বন্ধুদের নিয়ে অপেক্ষা করছেন রাশিক।
ক্রিকেটপ্রেমী এই তরুণ বাংলানিউজকে বলেন, আমরা সাড়ে রাত সাড়ে ১০টার দিকে ২০ জন বন্ধু টিকিট কেনার উদ্দেশে ইনডোর স্টেডিয়াম গেটে এসেছি। আশপাশে ঘোরাফেরা করে রাত সাড়ে ১১টার দিকে টিকিট কেনার জন্য লাইনে দাঁড়াই। কিন্তু একদল হিজড়া এসে লাইন ভেঙে দিতে আমাদের তাড়া করে। পরে আরো লোকজন মিলে রাত আড়াইটার দিকে লাইনে দাঁড়াই আমরা।
ইনডোর স্টেডিয়ামের টিকিট বিক্রির স্পট ঘুরে দেখা যায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম দুই ম্যাচের চেয়ে এদিনের ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ অনেক বেশি।
বৃহস্পতিবার সকাল ৮টায় দেখা যায় ইনডোর স্টেডিয়ামের সামনের হাজারো মানুষের লাইনে দাঁড়িয়ে আছে। দলে দলে আরো মানুষ মানুষ আসছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ক্রিকেট ম্যাচ উপভোগ করার আশায়।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এমইউএম/এমজেএফ