লাল-সবুজের জার্সিতে দ্রুততম এক হাজার রান করা ক্রিকেটার এই দুজনই। যা করতে দুজনকেই খেলতে হয়েছে ২৯টি ইনিংস।
শুক্রবার (১৯ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে নেমে আকিলা ধনাঞ্জয়কে বাউন্ডারি হাঁকিয়ে হাজারি ক্লাবে প্রবেশ করেন বিজয়। তবে নিজের ইনিংসটি খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি। ব্যক্তিগত ৩৫ রানে পেরেরার বলে ফিরেছেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে।
নাফিস-বিজয়ের পরে ৩৪ ইনিংসে এক হাজার রান ছুঁয়ে বাংলাদশের দ্বিতীয় দ্রুততম তালিকায় যৌথভাবে আছেন নাসির হোসেন ও ইমরুল কায়েস।
বিশ্ব ক্রিকেটে দ্রুততম হাজার রানের বিশ্ব রেকর্ডটি যৌথভবে পাঁচ জনের। ২১ ইনিংসে ১৯৮০ সালে প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ডটি গড়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস। পরে সেই রেকর্ডটি ছুঁয়েছেন দুই ইংলিশম্যান কেভিন পিটারসেন ও জোনাথন ট্রট। এ তালিকায় নাম লেখানো অন্য দু’জন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও পাকিস্তানের বাবর আজম।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম