এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পালা। এই ভেন্যুতেই সোমবার (২২ জানুয়ারি) সংক্ষিপ্ত সংস্করণের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
সর্বোচ্চ ৬৩ রান করেন হারিস সোহেল। অর্ধশতক হাঁকান শাদাব খান (৫৪)। শেষদিকে ফাহিম আশরাফ ২৩, আমের ইয়ামিন ৩২ ও মোহাম্মদ নওয়াজের ২৩ রানের ইনিংসে জয়ের সম্ভাবনা জাগলেও শেষ রক্ষা হয়নি। ওপেনার ফখর জামান ১২, বাবর আজম ১০, মোহাম্মদ হাফিজ ৬, অধিনায়ক সরফরাজ ৩ রান করে আউট হন।
চারটি উইকেট দখল করেন পেসার ম্যাট হেনরি। তিনটি নেন স্পিনার মিচেল স্যান্টনার। লুকি ফার্গুসন দু’টি ও অন্যটি কলিন ডি গ্র্যান্ডহোমের।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেটে ২৭১ রান তোলে ব্ল্যাক ক্যাপসরা। সেঞ্চুরি উদযাপন করেন ম্যাচসেরা মার্টিন গাপটিল (১০০)। কলিন মুনরো ৩৪, অধিনায়ক কেন উইলিয়ামসন ২২, রস টেইলরের ব্যাট থেকে আসে ৫৯। গ্র্যান্ডহোম ২৯ ও ১৪ রানে অপরাজিত থাকেন পেসার টিম সাউদি। রুম্মন রাইস তিনটি ও ফাহিম আশরাফ দু’টি উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
এমআরএম