ইনিংসের শেষ পাঁচ ওভারে জ্বলে ওঠা নতুন নায়ক বাটলার। যেখানে ২০১৩ সাল থেকে ৪৬তম ওভার হতে ৫০তম ওভার পর্যন্ত রেকর্ড ৩৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ৩০২ রান করে ইংলিশরা। হাফসেঞ্চুরি করে অপরাজিত থেকে বাটলারকে অসাধারণ সঙ্গ দেন অলরাউন্ডার ক্রিস ওকস।
শুরুতে জেসন রয় ১৯ ও জনি বেয়ারস্টো ৩৯ করে উদ্বোধনীটা ভালোই করেন। তবে তিনে নামা অ্যালেক্স হেলস এক রানে বিদায় নেন। জো রুটও (২৭) নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক ইয়ন মরগান ও বাটলার দলের হাল ধরেন। ৪১ করে ফেরেন মরগান। তবে উইকেটে অবিচল থাকেন বাটলার। শেষ পর্যন্ত ৮৩ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় বরাবর ১০০ রান করে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে দারুণ খেলা ওকস ৩৬ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৩ করেন।
অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান জস হ্যাজেলউড। একটি করে উইকেট তুলে নেন প্যাট কামিন্স, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা ও মিচেল মার্শ।
সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ২-০তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
এমএমএস