ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচে দলে ফিরলেন ইমরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, জানুয়ারি ২৫, ২০১৮
শেষ ম্যাচে দলে ফিরলেন ইমরুল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চলমান ত্রিদেশীয় সিরিজের নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ফাইনাল এ ম্যাচের জন্য দলে ফিরলেন টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস।

টুর্নামেন্টর শুরুর আগে অনুশীলনে বাঁহাতের আঙ্গুলে চোট পাওয়ায় প্রথম দুই ম্যাচে তাকে দলে রাখা হয়নি। চোট কাটিয়ে ওঠার পর টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাকে বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএল খেলতে পাঠানো হয়।

সেখানে অবশ্য খুব একটা মন্দ করেননি। দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে ১১৮ রানের দারুণ এক ইনিংস খেলেন।

দলের বাকি সদস্যরা হলেন: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।