ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নির্ধারণীতে কিউই দলে টেইলর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
সিরিজ নির্ধারণীতে কিউই দলে টেইলর ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচের জন্য অভিজ্ঞ রস টেইলর ও উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে স্কোয়াডে রেখেছে নিউজিল্যান্ড। যথাক্রমে কলিন মুনরো ও গ্লেন ফিলিপ্সের জায়গায় ডাক পেয়েছেন তারা।

হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ফর্মে থাকা মুনরো। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের জন্য দলের বাইরে পাঠানো হয়েছে ফিলিপ্সকে।

মাউন্ট মঙ্গানুইয়ে রোববার (২৮ জানুয়ারি) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শিরোপা লড়াইয়ে নামবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা ১২টায়।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসে প্রথম জয়ের দেখা পায়। দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় সরফরাজ আহমেদের দল।

অকল্যান্ডে অনুষ্ঠিত বৃহস্পতিবারের (২৫ জানুয়ারি) ম্যাচটিতে স্কোরবোর্ডে ২০১ রান তুলে ৪৮ রানের জয় তুলে নেয় সফরকারীরা। ওয়েলিংটনে প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জেতা ব্ল্যাক ক্যাপসদের সামনে ওয়ানডের পর টি-টোয়েন্টির ট্রফি ঘরে রাখার চ্যালেঞ্জ অপেক্ষা করছে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।