ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ খোয়ানো অজিদের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
সিরিজ খোয়ানো অজিদের স্বস্তির জয় ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর স্বস্তির জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে অনুষ্ঠিত চতুর্থ ওডিআইতে ইংলিশদের ১৯৬ রানে অলআউট করে সাত উইকেট হারিয়ে ৭৮ বল হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় স্টিভেন স্মিথের দল।

টিম পেইন ২৫ রানে অপরাজিত থাকেন। সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার ট্রাভিস হেড (৯৬)।

মিচেল মার্শের ব্যাটে থেকে আসে ৩২। ডেভিড ওয়ার্নার ১৩, অধিনায়ক স্মিথ ৪ রান করে আউট হন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে কামিন্স-হ্যাজলউডদের পেস তোপে ৪৪.৫ রানে গুটিয়ে যায় সফরকারীদের ব্যাটিং লাইনআপ। আট নম্বরে নেমে ৭৮ রানের ইনিংস খেলেন ক্রিস উকস। অধিনায়ক ইয়ন মরগান ৩৩ ও মঈন আলী দু’জনই ৩৩ রান করেন। ১০ নম্বরে নামা টম কুরান ৩৫ রানের কার্যকরী ব্যাটিং উপহার দেন। দলীয় ১২০ রানে আট উইকেট হারানোর পর শেষ দুই উইকেটে যোগ হয় ৭৬।

একাই চারটি উইকেট দখল করেন প্যাট কামিন্স। জশ হ্যাজলউড ও অ্যান্ড্রু টাই নেন তিনটি করে।

অ্যাশেজ সিরিজে ৪-০ তে (একটি টেস্ট ড্র) বিধ্বস্ত ইংল্যান্ড ওয়ানডেতে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে মধুর প্রতিশোধ নিয়েছে। অজিদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবানোর লক্ষ্য পূরণ হলো না তাদের! পার্থে রোববার (২৮ জানুয়ারি) পঞ্চম ও শেষ ওডিআইতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।