শনিবার (২৭ জানুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অনন্য এই মাইফলকটি স্পর্শ করেন ফিজ।
৩৬ তম ওভারের যে বলে তিনি থারাঙ্গাকে ফেরালেন তার এক বল আগে দারুণ এক ডেলিভারিতে উইকেটের সম্ভাবনা জাগালে রিভিউ নিয়ে বেঁচে যান উপুল থারাঙ্গা।
ক্যারিয়ারের ২৭তম ম্যাচে ৫০ উইকেট পেলেন মোস্তাফিজ। এর আগে টাইগারদের হয়ে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাকের অধিকারে। ৩২ ম্যাচে তিনি এই মাইলফলক ছুঁয়েছিলেন।
বিশ্ব রেকর্ডটি অবশ্য শ্রীলঙ্কান স্পিনার অজান্তা মেন্ডিসের অধীনে। তিনি ২০০৯ সালে মাত্র ১৯ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছিলেন। বিশ্ব রেকর্ডের তালিকায় মোস্তাফিজের অবস্থান ১৪তম। বাঁহাতি এ তারকার পেছনে সাকলাইন মুশতাক, ব্রেট লি ও শোয়েব আকতারদের মতো তারকারা রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৮
এইচএল/এমএমএস